মানুষ রূপধারী বহু শয়তান আছে , অতএব তাহার হাতে হাত দিও না। অর্থাৎ অনেক
নাকেছ ও বানোয়াট অর্থ উপার্জনের জন্য পীরের মূর্তি ধারণ করিয়া লোকদিগকে
মুরিদ বানাইয়া থাকে। তাহারা নিজেরাই শেরেকী ও বেদাতীতে ডুবিয়া আছে ও তাহাদের দিল মোর্দা। যাহার দিল মোর্দা সে অন্যের মোর্দা দিল কিরূপে জিন্দা করিবে এবং অন্যকে মুরিদ বানাইয়া কোন পথে চালাইবে ? সুতরাং এইরূপ পীরের মুরিদ হইয়া জাহান্নামের পথ খেলাছ করা কাহারও উচিত নহে।
যাহার দিল জিন্দা নাই ,সে মৌলবী হউক , মাওলানা হউক বা যে কোনো আসরাফজাদাই হউক না কেন আল্ল্লাহ পাক তাহার তাবেদারী করিতে নিষেধ করিয়াছেন।
-হযরত মাওলানা জালাল উদ্দিন রুমী ( রহঃ )।
যাহার দিল জিন্দা নাই ,সে মৌলবী হউক , মাওলানা হউক বা যে কোনো আসরাফজাদাই হউক না কেন আল্ল্লাহ পাক তাহার তাবেদারী করিতে নিষেধ করিয়াছেন।
-হযরত মাওলানা জালাল উদ্দিন রুমী ( রহঃ )।
মাশাআল্লাহ সুন্দর উক্তি
উত্তরমুছুনমোর্শেদ কে অনেকদিন চর্ম চোখ দিয়ে দেখি না। জিবনে আর একবার হলেও মোর্শেদ কে দেখতেচাই। আল্লাহ পাক যেনো আমার মনের আশা পুরন করে🥰🥰🥰😔
উত্তরমুছুন